২৭ ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাস খুলছে আর্জেন্টিনা

১৭ হাজার কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খুলছে আগামী ২৭ ফেব্রুয়ারি। এজন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দূতাবাস খোলার পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সোমবার (৩০ জানুয়ারি) ঢাকায় আসছেন।
জানা যায়, ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস একসময় ছিল। ১৯৭৮ সালে ঢাকায় দূতাবাস বন্ধ করে দেশটি।
সম্প্রতি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনা দেখেছে দেশটির মানুষ। তারপরই দেশটি বাংলাদেশে পুনরায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়।
আরইউ/আরএ/
