সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুতি নিতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশবাসী এবং বিশ্ববাসীর চাহিদা অনুসারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
তিনি বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।’
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কার্যঅধিবেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা বলেছি, আমাদের নিরাপত্তা বাহিনী এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তাদের দেশপ্রেম, তাদের অভিজ্ঞতা, তাদের দক্ষতা...তারা এখন পরিপূর্ণ। কাজেই নির্বাচনের সময় যা প্রয়োজন, তাদের অভিজ্ঞতা ও তাদের দক্ষতা দিয়ে যেকোনো পরিস্থিতি তারা মোকাবিলা করতে পারবেন।’
তিনি বলেন, নির্বাচনের সময় তো আমাদের করণীয় কিছু থাকবে না। শুধু মন্ত্রণালয়ের রুটিন ওয়ার্ক করব। মূল দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নিরাপত্তা বাহিনী তাদের কাছেই ন্যস্ত থাকবে।
এনএইচবি/এমএমএ/
