পরিবারেও ঝামেলা হয়, তারপরও চলতে হয়: বিশ্বব্যাংক এমডি

বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় শক্তিশালী পার্টনার। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ। তবে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ ভুল সিদ্ধান্ত ছিল এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেছেন, বাংলাদেশকে পরিবারের সদস্য মনে করি। ৩৬০টি প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন করেছে। দুই একটা বাদ পড়তে পারে। পরিবারেও ঝামেলা হয়। তারপরও চলতে হয়।
‘বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের যাত্রা’ পুর্তি উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠান শেষে রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের এমডি বলেন, ‘বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। ১৯৭১ সালে স্বাধীনতার সময় বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশ থেকে ২০১৫ সালে নিম্ন আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। আমরা একে অপরের কাছ থেকে শিখেছি উন্নয়ন কিভাবে কাজ করে। তারপরও বলব সামনে এগিয়ে যেতে প্রকৃতভাবে মানব সম্পদের উন্নয়ন বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে।
রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা মিয়ানমারের রাজনৈতিক সমস্যা। তারপর ও বাংলাদেশে ছড়িয়ে গেছে। বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত দেখিয়েছে। বিশ্বব্যাংক অবকাঠামো খাতে সহায়তা করে থাকে। তারপরও যতদূর সম্ভব তাদের দিকে সহায়তার হাত বাড়িয়েছে। আমরা বাংলাদেশের উন্নয়নে সব সময় পাশে আছি। গত দুই বছরেও সামাজিক নিরাপত্তাসহ, দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করেছি।
উল্লেখ্য, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের ৫০ বছরের যাত্রা উপলক্ষে তিন দিনের সফরে তিনি ঢাকায় আসেন শনিবার (২১ জানুয়ারি)। সংবাদ সম্মেলনের আগে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এখানে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর, ব্যবসায়ী নেতা ব্যারিস্টার নিহাত কবীর, বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক আহমদ কায়কাউসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জেডএ/এএস
