মস্কোকে নিষেধাজ্ঞাহীন জাহাজ পাঠাতে বলেছে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্টের নিষেধাজ্ঞা নেই এমন সব জাহাজে রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল পাঠাতে মস্কোকে ঢাকা অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
রবিবার (২২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন।
রাশিয়া জেনে বুঝে নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজ পাঠিয়েছে জেনে বিস্মিত হয়েছেন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ছাড়া অন্য জাহাজ পাঠালে তা গ্রহণ করবে ঢাকা।
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত শান্ত রাখতে চীনের সহায়তা চেয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এরমধ্যে যুক্তরাষ্ট্র থেকে তথ্য পায় রঙ ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ পাঠিয়েছে রাশিয়া। পরে তা নিশ্চিত হয় বাংলাদেশ। বাংলাদেশ জাহাজটি বন্দরে ভিড়তে নিষেধ করে। যদিও জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে রাশিয়া। তবে জাহাজটি বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিল বাংলাদেশ।
এ অবস্থায় জাহাজটি ভারতের যেকোনো বন্দরে পণ্য খালাস করে পরে তা অন্য জাহাজে করে বাংলাদেশে আনার চেষ্টা করে। কিন্তু জাহাজটি প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের জন্য অপেক্ষা করে ব্যর্থ হয়।
আরইউ/এসএন
