ডিসি সম্মেলন শুরু মঙ্গলবার, আলোচনা হবে ২৪৫ প্রস্তাবনা

আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে জেলা প্রশাসক সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। সম্মেলন চলবে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পর্যন্ত।
রবিবার (২২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
তিনি জানান, বরাবরের মত এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন হবে। এর মধ্যে ২০টি হচ্ছে কার্যঅধিবেশন। এসব অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম জোরদার করণ, সামাজিক দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র বিমোচন কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং ই-গভর্নেন্স, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধ, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয় বিষয়ে আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের সম্মেলনে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে মোট ২৪৫টি প্রস্তাবনা পাওয়া গেছে। এর মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগ বিষয়ে ২৩টি, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত ১৫টি, পানিসম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত ১৩টি, সুরক্ষা সেবা বিভাগ সংক্রান্ত ১১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত ১০টি এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সংক্রান্ত ১০টি প্রস্তাবনা উল্লেখযোগ্য।
এর বাই অন্যান্য মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাবনাও রয়েছে। মাহবুব হোসেন আরও জানান, গতবার জেলা প্রশাসক সম্মেলনে উত্তাপিত ২৪২টি প্রস্তাবনার মধ্যে ১৭৭টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। বাস্তবায়নাধীন আছে ৬৬টি। বাস্তবায়নের হার শতকরা ৭৩ শতাংশ।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সম্মেলনে উদ্বোধনী অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন অনুষ্ঠিত হবে। এরপর হবে মুক্ত আলোচনা। তাতে বিভাগীয় কমিশনার ও ডিসিরা অংশ নেবেন।
এরপর থেকে শুরু হবে কার্যঅধিবেশন। এ ছাড়া, জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, এবারের সম্মেলনে ডিসিদের দেওয়া প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে। যেগুলো গ্রহণ ও বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে। এবারের সম্মেলনে প্রতিটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে।
এনএইচবি/এমএমএ/
