আইপিএসে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি (আইপিএস)-এ বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক পরিচালক ব্রেটন লোর্থলার তার দেশের এমন অবস্থানের কথা জানান। এর আগে দু’দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।
এফওসি’তে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ) কাজী রাসেল পারভেজ। ফ্রান্সের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়াবিষয়ক পরিচালক ব্রেটন লোর্থলারি।
ইউরোপীয় ইউনিয়ন ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) ইতোমধ্যেই ঘোষণা করেছে জানিয়ে ব্রেটন লোর্থলারি বলেন, নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, জলবায়ু পরিবর্তনে সহযোগিতা ও সমুদ্রে অবৈধ মাছ ধরা প্রতিরোধে ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশকে পাশে চায় ফ্রান্স।
আরইউ/এসজি
