রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নতুন পে-স্কেলের কোনো পরিকল্পনা নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকারি কর্মচারীদের জন্য এই মুহূর্তে নতুন পে-স্কেল বা মহার্ঘ্য ভাতা প্রদানের কোন পরিকল্পনা সরকারের নেই।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে পে-স্কেল সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান।

লিখিত জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার ২০১৫ সালে জাতীয় বেতন স্কেল আদেশ জারি করে, যা বর্তমানেও বলবৎ রয়েছে। অতীতে বেতন স্কেল আদেশে সরকারি কর্মচারীদের প্রতিবছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল। কিন্তু জাতীয় বেতন স্কেল ২০১৫-এ মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্ধারিত হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে, যা সর্বস্তরের সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। কিন্তু করোনা-পরবর্তী বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।

মুস্তফা কামাল জানান, বিরাজমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের’ মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি প্রদানের কার্যক্রম চালু করেছে। জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে সরকার সচেষ্ট আছে। তাই এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা মহার্ঘ্য ভাতা প্রদানের কোন পরিকল্পনা এ মুহূর্তে নেই।

এনএইচবি/এমএমএ/

Header Ad
Header Ad

কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা

ছবি: সংগৃহীত

কুয়েত সরকার নতুন সংশোধনী অনুযায়ী প্রায় ৪২ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে, যা দেশটির জন্য নীতিগতভাবে বড় পরিবর্তন। ডিসেম্বরে পাশ করা সংশোধনী অনুযায়ী, নৈতিক দুর্নীতি, রাষ্ট্রের নিরাপত্তার হুমকি, বা আমির ও ধর্মীয় ব্যক্তিত্বদের সমালোচনার কারণে নাগরিকত্ব বাতিল করা যাবে।

৮৪ বছর বয়সী আমির মিলাশ আল-আহমাদ আল-জাবের আল-সাবহ-এর শাসনামলে কুয়েতে গণতন্ত্রকে সীমিত করে কর্তৃত্ববাদী নীতি অনুসরণ করা হচ্ছে। তিনি গত বছরের মে মাসে সংসদ স্থগিত করেন এবং সংবিধান সংশোধনের ঘোষণা দেন। তার মতে, রাজনৈতিক অচলাবস্থা কুয়েতকে পঙ্গু করে রেখেছে।

নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতি সপ্তাহে বাতিলকৃত নাগরিকদের নাম প্রকাশ করা হচ্ছে। গত ৬ মার্চ একদিনেই ৪৬৪ জনের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে অবৈধভাবে দ্বৈত নাগরিকত্ব রাখার অভিযোগে এবং ৪৫১ জনকে জালিয়াতি ও প্রতারণার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না। তাই নাগরিকত্ব অর্জনকারীদের তাদের আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। এতে বিশেষ করে কুয়েতি নাগরিককে বিয়ে করে নাগরিকত্ব পাওয়া নারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা এখন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রাষ্ট্রবিহীন অবস্থায় পড়েছেন।

কুয়েতি গবেষক ক্লেয়ার বেউগ্রা বলেন, "এই পদক্ষেপগুলোর গতি এবং আক্রান্ত মানুষের সংখ্যা কুয়েতের ইতিহাসে অভূতপূর্ব। সরকার এলোমেলোভাবে এগিয়ে যাচ্ছে।"

সরকারের এ পদক্ষেপের সমালোচনা করায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংসদ সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দমনপীড়নের নিন্দা জানিয়েছে।

কুয়েতে এমন একাধিক নাগরিকত্বহীন জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ‘বিডুন’ সম্প্রদায়। তারা বেশিরভাগই যাযাবর গোত্রের বংশধর, যারা কখনও প্রমাণ করতে পারেনি যে তারা কুয়েতি নাগরিক। তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারের বাইরে রয়ে গেছে।

বর্তমান পরিস্থিতিতে অনেক কুয়েতি নাগরিকই ভিন্ন দেশে চলে যাওয়ার পরিকল্পনা করছেন, কারণ নাগরিকত্ব বাতিলের হুমকি তাদের জীবনকে অনিশ্চিত করে তুলেছে।

Header Ad
Header Ad

দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে

ছবি: সংগৃহীত

দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে এই তাপদাহ বয়ে যাচ্ছে। কুষ্টিয়ার কুমারখালীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এই মৃদু তাপদাহ কয়েক দিন ধরে চলতে পারে। তবে সপ্তাহের শেষদিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত বছর ছিল দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। ২০২৪ সালের এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। সেই সময়ে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলেছিল। আবহাওয়াবিদরা মনে করছেন, এবছরও তাপমাত্রার এমন চোখরাঙানি থাকতে পারে।

তবে এবছরের এপ্রিল ও মে মাসে মেঘ সৃষ্টির প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে এবং কালবৈশাখীর সংখ্যাও বাড়তে পারে। এতে টানা দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা থাকলেও গরমের অনুভূতি আগের চেয়ে বেশি হতে পারে।

আবহাওয়াবিদদের ধারণা অনুযায়ী, এবার শীতের মৌসুমেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি, আর ফেব্রুয়ারিতে তা ছিল ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শীতকালে বৃষ্টিও হয়েছে প্রায় ৭৭ শতাংশ কম।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। মাসের শেষ দিকে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এপ্রিলজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, “তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে এবং তা অব্যাহত থাকবে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিচ্ছে যে গরম অনেকটাই বেশি পড়বে।”

Header Ad
Header Ad

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুকে ব্যথা নিয়ে রোববার (১৬ মার্চ) সকালে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

যদিও রহমানের টিমের তরফে এই খবরের সত্যতা উড়িয়ে দেওয়া হয়েছে। ভুয়া খবর তকমা দিয়ে গায়ক ও সুরকারের টিমের তরফে জানানো হয়েছে, 'যে খবরটা ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন।

ডিহাইড্রেশন ও ঘাড়ে ব্যথার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একটানা ট্রাভেলের জন্যই শরীর খারাপ হয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন এক্স হ্যান্ডেলে রহমানের হেলথ আপডেট শেয়ার করে জানিয়েছেন, তিনি এখন বিপদ মুক্ত। শীঘ্রই বাড়ি ফিরবেন। খবর জানানোর কিছুক্ষণের মধ্যেই রহমানের বাড়ি ফেরার সুখবর দিলেন তাঁর ম্যানেজার।

পিটআই-কে এ.আর রহমানের বাড়ি ফেরার খবর নিশ্চিত করে বলেছেন, ‘এইমাত্র উনি বাড়ি ফিরেছেন। এখন সুস্থ আছেন। দুঃশ্চিন্তার কোনও কারন নেই। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা করেছেন। এখন শারীরি অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।’ মিউজিক ম্যাস্ট্রো রহমানের বোনও বুকে ব্যথার ভুল তথ্য উড়িয়ে বলেছেন, ‘ওঁর ডিহাইড্রেশন হয়েছিল। সেই সঙ্গে ছিল গ্যাসট্রিক।’

রহমানের ছেলে আমিন ইনস্টা স্টোরিতে মিউজিক ম্যাস্ট্রোর ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘সকল বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে যেভাবে তাঁদের ভালবাসা জাহির করেছেন, খোঁজ নিয়েছেন তাতে আপ্লুত। ডিহাইড্রেশনের জন্যই বাবার শরীরটা খারাপ হয়েছিল। কিছু রুটিন চেক-আপ হয়েছে। এখন পরিস্থিতি স্থিতিশীল। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পাশে থাকার জন্য কৃতজ্ঞ। সকলকে আমাদের তরফে ভালবাসা।’

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রহমানের শারীরিক অবস্থার আপডেট দিয়ে লিখেছেন, ‘আমার কাছে খবর এল এ.আর.রহমান অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তখনই আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ওর শারীরিক অবস্থা এখন কেমন সেই বিষয়ে খোঁজ খবর নিয়েছি। আমাকে চিকিৎসকরা বলেছেন, এখন অবস্থা স্থিতিশীল। খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবেন। খবরটা শুনে আমি খুশি হয়েছি।’

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কুয়েতে ৪২ হাজার নাগরিকের নাগরিকত্ব বাতিল: রাতারাতি রাষ্ট্রহীন হয়ে পড়ার শঙ্কা
দেশের পাঁচ জেলায় মৃদু তাপদাহ, তাপমাত্রা আরও বাড়তে পারে
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অস্কারজয়ী শিল্পী এ.আর.রহমান
৬ হাজার কোটির লিগ আনছে সৌদি, চ্যালেঞ্জের মুখে আইপিএল
৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
হাইকোর্টের রায়ে সন্তুষ্ট, দ্রুত কার্যকর চান আবরার ফাহাদের বাবা
ঘুষ-বাণিজ্যের অভিযোগ, রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার
আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল
ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব
বই ছাপার কাজ শেষ, আজ রাতেই শুরু হবে বিতরণ  
আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা চলছে
কার জন্য 'সতর্কবার্তা' দিলেন পরীমণি
ঈদে বাড়ি ফিরতে ২৬শে মার্চের ট্রেনের টিকিট মিলবে আজ  
৬৬ দিনে ধরে নিখোঁজ বিএনপি নেতা পান্নুর, মির্জা ফখরুলের উদ্বেগ  
ঈদের পরই দেশে ফিরতে পারেন খালেদা জিয়া  
জামালপুরে ২ মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক  
টি-টোয়েন্টিতে কিউইদের বিপক্ষে পাকিস্তানের লজ্জার রেকর্ড    
যেমন থাকবে আজকের আবহাওয়া
ইয়েমেনে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
হেলিকপ্টারে মাগুরা যাওয়ায় সমালোচনা, সারজিস বললেন ‘সিট খালি ছিল’