বই ছাপার কাজ শেষ, আজ রাতেই শুরু হবে বিতরণ

ছবিঃ সংগৃহীত
শিক্ষাপ্রতিষ্ঠানে বই পাঠানোর জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত সময়সীমা আজ (১৬ মার্চ) শেষ হচ্ছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম রিয়াজুল হাসান জানিয়েছেন।
রোববার (১৬ মার্চ) রাত থেকেই পরিবহনগুলো বই নিয়ে দেশের বিভিন্ন স্কুলের উদ্দেশ্যে রওনা দেবে।
তিনি জানান, এবারই প্রথম প্রাথমিক স্তরের বই ২২ দিনে এবং মাধ্যমিক স্তরের বই ৪২ দিনের মধ্যে ছাপানো হয়েছে। টেন্ডার, সংশোধন ও পরিমার্জনের কারণে বই পৌঁছাতে কিছুটা দেরি হলেও মঙ্গলবারের (১৮ মার্চ) মধ্যে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের সব বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
এনসিটিবির চেয়ারম্যান অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী বই বাঁধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেছে। ভবিষ্যতে দুর্বল ছাপাখানার সক্ষমতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
রাজধানীর বিভিন্ন ছাপাখানায় বই ছাপানোর কাজ এখনো পুরোদমে চলছে। ছাপাখানার কর্মীরা জানান, এবছর কাজের সময় অনেক কম ছিল। প্রাথমিক স্তরের বই ছাপার জন্য মাত্র ২২ দিন, যেখানে মাধ্যমিক স্তরের জন্য সময় দেওয়া হয়েছে ৪২ দিন, যা আগে ছিল ৯৮ দিন।
