একটি বাড়ি আমার স্ত্রীর, বাকিগুলো ভাড়া: ওয়াসা এমডি

যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির মধ্যে শুধুমাত্র একটি বাড়ি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের স্ত্রীর। বাকিগুলোতে তারা বিভিন্ন সময় ভাড়া থাকতেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তাকসিম এ খান।
তাকসিম এ খান দাবি করেন, ওইসব বাড়ির শুধুমাত্র একটি তার স্ত্রীর কেনা। বাকিগুলোতে আগে ভাড়া থাকতেন তার স্ত্রী।
ঢাকা ওয়াসা এমডির দাবি, তার স্ত্রী যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি করেন। ১৯৯৫ সাল থেকে তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক। এ সব বাড়ি, অর্থনৈতিক লেনদেন নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে উল্লেখ্য করে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত বিষয়টি স্টান্টবাজি।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ ইস্যুতে তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসার ভালো কাজ দেখে যাদের ক্ষতি হয়, তারাই এমন অভিযোগ করেন। আমি জীবনে হারাম পয়সা খাইনি। খাবো না। ঢাকা ওয়াসার এমডি পদের চাকরি ছেড়ে দিতে চাইছি বহুবার। আমাকে অনুরোধ করে রাখা হয়েছে।
আরইউ/আরএ/
