দুই দিনের অনুষ্ঠান ‘মহা বিজয়ের মহানায়ক’
বিজয় দিবসে দেশবাসীকে শপথ পড়াবেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনের অংশ হিসেবে এবার দুই দিনের জাতীয় অনুষ্ঠান হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়।
‘মহা বিজয়ের মহানায়ক’ শিরোনামের অনুষ্ঠান হবে ১৬ ও ১৭ ডিসেম্বর। এ অনুষ্ঠানের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী সেখান থেকে সারাদেশে একটি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন, এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা উপ-কমিটির সভা শেষে তিনি এ সংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, ১৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে আলোচনা সভা শুরু হবে। সেখানে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অংশ নেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে অংশ নেবেন।
সবমিলিয়ে প্রতিদিন তিন হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কেউ অনুষ্ঠানে যেতে পারবেন না। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
কামাল আবদুল নাসের আরও জানান, ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে এবার বড় আকারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক একটা প্যারেড হবে, এতে অনেকগুলো দেশের অংশগ্রহণ থাকবে বলেও জানান তিনি।
এপি/এমএমএ/