তথ্যসচিবসহ প্রশাসনে রদবদল

সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালযে সচিব পদে পরিবর্তন এনেছে। একইসঙ্গে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জানানো হয়েছে, তথ্য ও সম্প্রচার সচিব পদে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকারকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার সচিব এবং নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খন্দকারকে শিল্পসচিব হিসেবে বদলি করা হয়েছিল।
অবশ্য জাকিয়া সুলতানা তথ্যসচিব পদে যোগ দেননি। একইভাবে হুমায়ুন কবীরও শিল্প সচিব হিসেবে যোগদান করেননি। মঙ্গলবার তাদের দুটি বদলি আদেশই পরিবর্তন করা হয়। তবে জাকিয়াকে কোথায় দেওয়া হচ্ছে বা তিনি শিল্প মন্ত্রণালয়েই থাকছেন কি না সেটা জানায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রসঙ্গত, সরকার সম্প্রতি তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পাওয়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়েল অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই বিভাগে রাখা হয়েছে।
এনএইচবি/এমএমএ/
