জনগণ প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভালোবাসেন। এদেশের মানুষ ভালোবাসার প্রতিদান দিতে প্রস্তুত। আগামী নির্বাচনে জনগণ সেই প্রতিদান ব্যালটের মাধ্যমে দেবে।
শনিবার (২৯ অক্টোবর) বিকালে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা উন্নয়নের প্রতিচ্ছবি, তার বিকল্প নেই। কৃষকবান্ধব বর্তমান সরকার কৃষকের জন্য সার, বীজ ও কৃষি প্রণোদনা নিশ্চিত করেছে।
বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর দিয়েছে, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ও উপবৃত্তি দিয়েছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে জীবনযাত্রার সবখানে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদালত বাতিল করেছে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের জন্য মায়াকান্না লোক দেখানো। বর্তমান নির্বাচন কমিশন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
পাতাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমালী বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফিনা বেগম।
সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।
এসজি
