‘বৈধ অভিবাসনের জন্য নতুন বাজার খুঁজছে সরকার’

বৈধ অভিবাসনের জন্য সরকার নতুন বাজার খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) আয়োজিত এক কর্মশালায় পররাষ্ট্র সচিব এ কথা বলেন।
পররাষ্ট্র সচিব বলেন, ইতিমধ্যে ৪ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের জন্য গ্রিসের সঙ্গে চুক্তি করা হয়েছে। এ ছাড়া ইতালি, মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে চুক্তির জন্য আলোচনা করছে সরকার।
গ্রিসের সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারকে ৪ হাজার বাংলাদেশির ৫ বছরের জন্য কর্মসংস্থান হবে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এর ফলে অবৈধ অভিবাসন দ্রুত কমে আসবে বলে আমরা আশা করছি। এ ধরনের চুক্তি করতে ইতালি ও মাল্টাসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা করছি।
ইউরোপে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি চুক্তি সই হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ বৈধপথে অভিবাসন চায় এবং এই চুক্তি তার প্রতিফলন।
আরইউ/এমএমএ/
