শীতে লোডশেডিং থাকবে না: প্রতিমন্ত্রী

শীত বিদ্যুতের চাহিদা কমে যাবে। তখন লোডশেডিং ঠিক হয়ে যাবে বলে আশাবাদী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে অক্সফাম আয়োজিত ‘বাংলাদেশের এনডিসি পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই জ্বালানি ব্যবস্থাপনা’ শীর্ষক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সরকার এ খাতে বহু বছর ভর্তুকি দিয়েছে। সাশ্রয়ের জন্য এখন আমরা কিছুটা লোডশেডিং দিচ্ছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা তো বিদ্যুতে খুব ভালো ছিলাম। কিন্তু বিশ্ববাজারের প্রভাব তো অস্বীকার করার উপায় নেই। বিদ্যুৎ উংপাদনের জন্য আমাদের জ্বালানি আমদানি করতে হয়।
শিল্পকারখানায় গ্যাস সরবরাহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, গ্যাসের স্থানীয় সমস্যা সমাধানে আমরা একটি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সচিব ড. ফারিনা আহমেদ, অক্সফাম বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর মাহমুদা সুলতানা, ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের পরিচালক নাফিজ-উদ-দৌলা প্রমুখ বক্তৃতা করেন।
আরইউ/এমএমএ/
