ইসি ও জননিরাপত্তা সচিবসহ প্রশাসনে বড় রদবদল

সরকার তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিন সচিবের দপ্তর বদল করা হয়েছে। একজনকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
শিল্প সচিবকে পাঠানো হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পৃথক আদেশে এসব নিয়োগ, পদোন্নতি ও পদায়ন করার কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণাললেয় এক আদেশে জানানো হয়, সরকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী অতিরিক্ত সচিব ফরিদ আহাম্মদকে সচিব পদে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করেছে। একই আদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে রাজউকের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে।
একই আদেশে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশনের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক আদেশে শিল্প সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরেক আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়ল সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আরেক আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি একই মন্ত্রণালয়ের দায়িত্ব থাকছেন।
এনএইচবি/এএস
