বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর নববর্ষের শুভেচ্ছা বিনিময়

বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষ হতে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবগণ, মহাপরিচালকগণ ভার্চুয়াল সভায় যুক্ত ছিলেন।
আরইউ/এএস
