'কুইন্স ব্যাটন'-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন সেনাবাহিনী প্রধান

শ্রীলংকা থেকে আসা কমনওয়েলথ গেমস-২০২২ এর 'কুইন্স ব্যাটন'কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্বাগত জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত হয়ে তিনি স্বাগত জানান।
যুক্তরাজ্যের রানীর শুভেচ্ছা বার্তা নিয়ে কমনওয়েলভূক্ত ৭২টি দেশ পরিভ্রমণের অংশ হিসেবে শ্রীলংকা থেকে ব্যাটনটি এর ২৬তম গন্তব্য বাংলাদেশে এসেছে। ব্যাটনটি আগামী ৭ থেকে ৯ জানুয়ারি শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ, বিকেএসপি, ব্রিটিশ হাইকমশিন এবং বিওএ ভবন পরিদর্শন করবে।
এসএ গেমস্-এ স্বর্ণ এবং রৌপ্য পদক জয়ী বাংলাদেশের সেরা ১২ জন খেলোয়াড় কুইন্স ব্যাটন রিলের এই ভ্রমণে প্রতিনিধিত্ব করবেন। করোনা মহামারীর কারণে এবারের কুইন্স ব্যাটন রিলে স্বল্প পরিসরে আয়োজিত হচ্ছে। পরিভ্রমণ শেষে বহু কাঙ্খিত এই কুইন্স ব্যাটন আগামী ১০ জানুয়ারি ভারতে গমন করবে।
এনএইচ/এএস
