বিমানের নিয়োগ পরীক্ষায় লেনদেনের অভিযোগ, গ্রেপ্তার ৫

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও লেনদেনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।
শুক্রবার (২১ অক্টোবর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান এ নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে শনিবার (২১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে শুক্রবার (২১ অক্টোবর) দশটি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার কেন্দ্র ছিল উত্তরা ৫ নং সেক্টরের আইইএস মাধ্যমিক বিদ্যালয় ও নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ। বিকাল তিনটা থেকে পরীক্ষা নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
নিয়োগ পরীক্ষাটি ছিল শুধু আনুষ্ঠানিকতা মাত্র এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে এবং নমুনা সংগ্রহ করে। গোয়েন্দা পুলিশের তৎপরতায় পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের কিছু অসৎ কর্মকর্তার যোগসাযোগে এ ঘটনা ঘটেছে এবং ওই সকল পদের জন্য ৭-৮ লাখ টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) মো. জাহিদ হোসেন ঢাকাপ্রকাশ-কে বলেন, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আমরা পরীক্ষা স্থগিত করেছি।
বিমানের ভেতরে কর্মকর্তারা টাকা পয়সা লেনদেন করেছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'গোয়েন্দা সংস্থা ইনকোয়ারি করছে, তদন্ত রিপোর্ট পেলে আমরা বলতে পারব। এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মশিউর রহমান বিকাল ৪ টার দিকে মোবাইল ফোনে ঢাকাপ্রকাশ-কে বলেন, অভিযান চলছে। জানতে পেরেছি পরীক্ষা স্থগিত হয়েছে। তদন্ত করে দেখব কি হয়েছে, তারপর আমরা বিস্তারিত জানাতে পারব।
যে দশটি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলো হল জুনিয়র অপারেটর জিএসই, (ক্যাজুয়াল), জুনিয়র টেইলর কাম আপ হোলস্টার, প্রি প্রেস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র এয়ারকন মেকানিক, জুনিয়র ওয়েল্ডার জিএসই, জুনিয়র পেইন্টার জিএসই, জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই, জুনিয়র এমটি মেকানিক, জুনিয়র মেকানিক জিএসই (ক্যাজুয়াল), জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই (ক্যাজুয়াল)।
এসএম/এএস
