সাবেক সিইসি-ইসিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

অবসরপ্রাপ্ত তিন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
বুধবার (১৯ অক্টোবর) সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণ করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, কাজী রকিব উদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা।
এ ছাড়া সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত রয়েছেন— ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম।
নির্বাচন কমিশন সচিবালের সাবেক সচিবদের মধ্যে রয়েছেন— হেলালুদ্দীন আহমদ,এম এম রেজা, মোহাম্মদ আব্দুল্লাহ, ড. মোহাম্মদ সাদিক, মো. সিরাজুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, বেগম জেসমিন টুলী প্রমুখ।
এই বৈঠকে আগামী নির্বাচন নিয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ নেবে নির্বাচন কমিশন।
এসএম/আরএ/
