মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি নাট্যকার অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া, মাসুম আজিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, মাসুম আজিজ দীর্ঘ কর্মজীবনে চারশ’য়ের বেশি নাটকে অভিনয় করেছেন। তার মতো গুণী অভিনেতার মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মাসুম আজিজ সোমবার (১৭ অক্টোবর) ২টা ৪৫মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম আজিজ। তিনি দীর্ঘদিন ক্যানসার ও হার্টেও সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বহু সিনেমায়ও অভিনয় করেছেন নন্দিত এই অভিনেতা। ‘ঘানি’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এ ছাড়া চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করেছে সরকার।
উল্লেখ্য, মঞ্চ, টিভি নাটক ও সিনেমা সবখানেই অভিনয়ের আলো ছড়িয়েছেন মাসুম আজিজ। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি টিভিতে কাজ শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো- ‘উড়ে যায় বকপক্ষী’, ‘সাকিন সারিসুরি’, ‘তিন গ্যাদা’, ‘দুই দুকুনে চার’ ইত্যাদি। মাসুম আজিজের মৃত্যুতে সাংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।
এএম/এমএমএ/
