অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
সোমবার (১৭ অক্টোবর) এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিনেতা মাসুম আজিজ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার বহুমাত্রিক অভিনয় প্রতিভা দিয়ে দর্শকদের হৃদয়ে দীর্ঘস্থায়ী জায়গা করে নিয়েছেন। তার অভিনয়গুণ মানুষ দীর্ঘকাল মনে রাখবেন। মাসুম আজিজের মৃত্যুতে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরইউ/এসজি
