গলার কাঁটা বিআরটি, মার্চ-এপ্রিলে খুলে দেওয়ার আশা কাদেরের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাস র্যাপিট ট্রানজিট (বিআরটি) আমাদের গলার কাঁটা হয়ে গেছে। এই কাঁটা কবে দূর হবে সেটা আমারও প্রশ্ন। তবে প্রায় ৮০ শতাংশ যেহেতু কাজ শেষ হয়ে গেছে এবং আমরা একটা লাইন এখন খুলে দিতে পারি, তাতে অসুবিধা কি আমরা সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। আমার মনে হয়, এটা হয়ে যাবে আগামী মার্চ-এপ্রিলের মধ্যেই এটা আমরা উদ্বোধন করতে পারব। এই লক্ষ্যে আমরা এগোচ্ছি।
রবিবার (১৬অক্টোবর) সচিবালয়ে সড়ক বিভাগের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, প্রতিদিনই প্রধান প্রকৌশলী এবং সচিবকে সকালবেলা ফোন করে করে প্রথমেই আমি এটা জিজ্ঞেস করি যে, বিআরটি’র কি অবস্থা? সেতু সচিবও এখানে যুক্ত আছে। তাকেও জিজ্ঞেস করি। আমাদের চেষ্টার কোন কমতি নেই আমরা চেষ্টা করে যাচ্ছি।
ওবায়দুল কাদের বলেন, আমার সকল ফোকাস হচ্ছে গাজীপুরে। বলে দিয়েছি যেকোনো মূল্যে গাজীপুর ঠিক করতে হবে। পিডিসহ সবাইকে ডেকেছি। এটা সবাইকে বলে দিয়েছি। সেটা নিয়ে আমি নির্দেশনা দিয়েছি।
উত্তরায় বিআরটি গার্ডার দুর্ঘটনার তদন্তে রিপোর্টের প্রেক্ষিতে কি ব্যবস্তা নিয়েছেন জানতে চাইলে সড়ক মন্ত্রী বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। যখন এখানে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে তখন ৭৯ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। সেই অবস্থায় ঠিক করা হয়েছে দেশের সম্পদ, টাকা সব বিবেচনায় বাকি কাজটা নতুন করে টেন্ডার ডাকলে আরো কয়েক বছরের ধাক্কায় পড়ে যাবে। যেহেতু ২০ শতাংশ কাজ বাকি সে কারণে আমরা বলেছি, যারা কাজ করছে তারা এটি শেষ করুক। কিন্তু এদেরকে বাংলাদেশে আর কোথাও কাজ দেওয়া হবে না।
এনএইচবি/এএস
