‘রোদ-বৃষ্টি-ঝড়ে কাজ করেও পুলিশের সমালোচনা কেন’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ট্রাফিক পুলিশ রোদ, বৃষ্টি, ঝড়ে একটানা কাজ করে। এরপরও মানুষ ট্রাফিক পুলিশের সমালোচনা করে কেন সেটা আমার বোধগম্য নয়।
রবিবার (১৬ অক্টোবর) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জন্য অনেক কাজ করেছেন, অনেক সমস্যার সমাধান করেছেন। একটা সমস্যার সমাধান হলে আরেকটা সমস্যা তৈরি হয়। সবাই মিলে চেষ্টা করলে সব সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করার কারণে চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ গার্মেন্টস সেক্টর তথা সারা দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে। ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ মোকাবিলা করতে সারা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ পুলিশ যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে।
আইজিপি বলেন, আমাদের দায়িত্বশীলতা দিয়ে থানাকে সবার আশ্রয়স্থল বানাতে হবে। সবাই ৯-৫টা কাজ করে কিন্তু থানার দরজা কখনো বন্ধ হয় না। প্রত্যাশা তৈরির পেছনে আপনারা যেভাবে অবদান রেখেছেন ভবিষ্যতেও মানুষের আস্থা, প্রত্যাশা আর ভালোবাসার জায়গা ধরে রাখতে হবে।
কেএম/এসএন
