সৌদি দূতাবাসে সরাসরি পাসপোর্ট জমা দিতে পারবেন রিক্রুটিং এজেন্ট

ঢাকার সৌদি দূতাবাসে সরাসরি পাসপোর্ট জমা দিতে পারবেন রিক্রুটিং এজেন্টরা। রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা সভাপতি আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন।
আবুল বাসার জানান, সৌদির রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের আজ রবিবার (১৬ অক্টোবর) বৈঠক হয়েছে। শাপলা সেন্টারের মাধ্যমে পাসপোর্ট তারা নেবেন না বলে আশ্বস্ত করেছেন। ফলে আগের মতোই আমরা দূতাবাসে সরাসরি পাসপোর্ট জমা দেবো।
শনিবার (১৫ অক্টোবর) বায়রা জানায়, সৌদি দূতাবাস ঢাকায় ‘শাপলা সেন্টার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ১৫ অক্টোবর থেকে পাসপোর্ট জমা নেওয়ার সিদ্ধান্ত সব এজেন্টকে চিঠি দিয়ে জানায় দূতাবাস।
এরপর বায়রা কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, দূতাবাসের নিয়োগ করা শাপলা সেন্টারের মাধ্যমে তারা পাসপোর্ট জমা দেবেন না। তার একদিন পরই সিদ্ধান্ত পরিবর্তন করল দূতাবাস।
আরইউ/এএস
