গ্রিড বিপর্যয়: বরখাস্ত হচ্ছেন পিজিসিবির দুই প্রকৌশলী

জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে সাময়িক বরখাস্ত করা হচ্ছে গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই কর্মকর্তাকে। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই দায়ী বাকিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে।
রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় তিনটি কমিটি গঠন করা হয়েছিল। ইতোমধ্যে আমরা পিজিবিসির তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। প্রতিবেদনে জানতে পারি পিজিসিবিতে দায়িত্ব পালনে গাফিলতি হয়েছে। তাদের মধ্যে দুই কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চিহ্নিত দুইজনের মধ্যে একজন সহকারী প্রকৌশলী এবং অন্যজন উপসহকারী প্রকৌশলী। তাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের মধ্যেই তাদের বরখাস্ত করা হবে।
বাকি তদন্ত প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে জানিয়ে নসরুল হামিদ বলেন, প্রতিবেদন হাতে পেলে দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।
গ্রিড বিপর্যয়ের ঘটনা শুধুই অবহেলা নাকি অন্য কিছু জানতে চাইলে তিনি বলেন, আপাতত দায়িত্বে গাফিলতির বিষয়টি আসছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
এসজি
