সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেবেন না বায়রার সদস্যরা
সৌদিগামী কর্মীদের পাসপোর্ট গ্রহণ ও ভিসা স্ট্যাম্পিংয়ের দায়িত্ব সৌদি দূতাবাস সম্প্রতি ‘শাপলা সেন্টার’ নামের একটি বেসরকারি ফার্মকে দিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা রবিবার (১৬ অক্টোবর) থেকে দূতাবাসে পাসপোর্ট জমা না দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এক জরুরি সভা থেকে এ ঘোষণা দেন বায়রা সভাপতি মোহাম্মদ আবুল বাশার।
আবুল বাশার বলেন, ‘যদি সিদ্ধান্ত বাতিল করা না হয় তাহলে রবিবার থেকে আমরা সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা দেব না।’
বায়রা সভাপতি বলেন, ‘শাপলা সেন্টার নামক একটি প্রতিষ্ঠান চালু করে আমাদের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এটার পেছনে কারও কারও স্বার্থ আছে। না হলে সৌদি দূতাবাসের মাথায় কেউ এটি ঢুকাতে পারত না।’
গত ৭ অক্টোবর সৌদি দূতাবাস জানায়, ১৫ অক্টোবর থেকে রিক্রুটিং এজেন্টদের কাছে থেকে সরাসরি পাসপোর্ট নেওয়া হবে না। শাপলা সেন্টারের মাধ্যমে নেওয়া হবে।
বায়রা সভাপতি আরও বলেন, সৌদি আরব ভারতে এই একই নিয়ম করতে চেয়েছিল, কিন্তু সব রিক্রুটিং মালিক একসঙ্গে হয়ে তাদের কাছ থেকেই পাসপোর্ট নিতে বাধ্য করেছিল।
শাপলা সেন্টারের সঙ্গে বায়রার সহ-সভাপতি নোমান চৌধুরীর সংশ্লিষ্টতার অভিযোগও সংগঠনের সদস্যদের মধ্য থেকে উঠেছে। কিন্তু সহ-সভাপতি সেটি অস্বীকার করেছেন।
নোমান চৌধুরী বলেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? আপনারা কি কোনো নথিতে আমার নাম দেখেছেন? আমি যদি জড়িত থাকি বা আমার পরিবারের কেউ জড়িত থাকে, আমি রিজাইন করব।
আরইউ/এমএমএ/