উপনির্বাচন বন্ধের সিদ্ধান্ত হঠকারী নয়: সিইসি

অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। উপনির্বাচন বন্ধে ইসি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন বন্ধ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বন্ধের সিদ্ধান্ত হঠকারী ছিল না। চিন্তা-ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে।
সিইসি বলেন, কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসজি
