ইউক্রেনের পক্ষে ভোট দিল বাংলাদেশ

জাতিসংঘে ইউক্রেনের পক্ষে আবারও ভোট দিয়েছে বাংলাদেশ। বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় অনুযায়ী রাত ২টায় জাতিসংঘের ১১তম জরুরি এক বিশেষ অধিবেশনে ইউক্রেনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৩) অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
‘ইউক্রেনের অখণ্ডতা ও জাতিসংঘ সনদ নীতি’ শীর্ষক এক জরুরি অধিবেশন আহ্বান করে জাতিসংঘ। এই প্রস্তাবের পক্ষে ১৪৩টি দেশ ভোট দিয়েছে।
বিপক্ষে ভোট দিয়েছে ৫টি দেশ। ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
বাংলাদেশ ভোট দেওয়ার ব্যাখ্যায় বলেছে, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি সংক্রান্ত জাতিসংঘ সনদের উদ্দেশ্য, নীতিগুলো অবশ্যই সবার জন্য মেনে চলতে হবে বলে বিশ্বাস করি আমরা। আমরা এটাও বিশ্বাস করি যে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে যেকোনো দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।
এর আগে ইউক্রেনে মানবিক বিপর্যয় নিয়ে ভোটাভুটি হয় জাতিসংঘে। তখনও ইউক্রেনের পক্ষে ভোট দেয় বাংলাদেশ।
আরইউ/আরএ/
