‘একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে’

একটি আসনে ঠিক হয়নি বলে তিন শ আসনেই হবে না এটা বলা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
তিনি বলেন, ‘এটা সময় বলে দেবে। একটি আসনে ঠিক হয় নাই, তিন শ আসনে ঠিক হবে না এটা বলা সমীচীন হবে না। এই আসনের নির্বাচন দিয়ে আমরা কিছু সতর্কতা অবলম্বন করতে পারব।’
মঙ্গলবার (১২ অক্টোবর) একজন গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হাবিবুল আউয়াল বলেন, ‘আমাদের জন্য আগামীর নির্বাচন যাতে আরও সুন্দরভাবে করতে পারি, সেটার একটা দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যাবে। ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে।’
গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে পুনঃতফসিল হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা বলেছি, যে বিধিবিধান আছে আমরা যে সিদ্ধান্ত নেব, সেটি অবশ্যই জানানো হবে।’
নির্বাচন বন্ধ করাটাই সমাধান এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা শুধু আপনাদের ফ্যাক্টটা জানিয়েছি। নির্বাচনে ম্যালপ্রাকটিস হয়েছিল। আমরা বন্ধ করে দিয়েছি।’
তিনি বলেন, ‘ইভিএম নয়, কতগুলো হিউম্যান এলিমেন্টস এখানে। যান্ত্রিক কিংবা মেকানিকাল সমস্যা আমরা দেখিনি। মেশিন কাজ করছে না, তা নয়।
হাবিবুল আউয়াল বলেন, ‘প্রিজাইডিং অফিসার আছে, পোলিং অফিসার আছে, তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইভিএম কোনো সমস্যার সৃষ্টি করে নাই।’
কোনো প্রার্থী কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থী-তাদের কোনো প্রভাব থাকততে পারে। তদন্ত ছাড়া পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অনুসন্ধান ছাড়া বলা যাবে না বলেও জানান তিনি।
যাদের কারণে ভোট বন্ধ করা হলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘কাদের কারণে এটা হয়েছে এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারি নাই। এটা এখন বলা যাবে না। আমাদের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। নির্বাচন কেন বন্ধ হয়েছে আমরা পরীক্ষা নীরিক্ষা করে দেখব।’
এমএমএ/
