'এনআইডি সরাসরি সরকারের হাতে নেবার উদ্যোগ গ্রহণযোগ্য নয়'

জাতীয় পরিচয়পত্র (এন আই ডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ ও আপত্তি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আপত্তি জানান তিনি।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র (এন আই ডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে এন আই ডি নিয়ে রাজনৈতিক হস্তক্ষেপের আশংকা বাড়বে; সরকারের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস দেখা দেবে। জাতীয় নির্বাচনের আগে এন আই ডি সরাসরি সরকারের হাতে নেবার উদ্যোগ যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য নয়।
সাইফুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের এই ধরনের পদক্ষেপের পিছনে কি রাজনীতি রয়েছে তা নিয়েও সচেতন মহলে গুরুতর প্রশ্ন রয়েছে। তাছাড়া নির্বাচন কমিশন থেকে কেন এন আই ডি একেবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নিতে হবে তারও যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা নেই।
তিনি বলেন, সরকারি এই সিদ্ধান্ত কার্যকরি হলে এন আই ডি কেন্দ্র করে নাগরিকদের সেবা পাওয়ার সুযোগ আরও সংকুচিত হবে, অপ্রয়োজনীয় জটিলতা ও ভোগান্তি বাড়বে।
তিনি বলেন, বর্তমান ব্যবস্থায় এন আই ডি নিয়ে বেশ কিছু জটিলতা রয়েছে ; প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে তার নিরসন করা সম্ভব। জাতীয় পরিচয়পত্রের সমগ্র বিষয়টি সরকারের হস্তক্ষেপের বাইরে আধুনিক যুগোপযোগি করা জরুরী। তার জন্যে প্রয়োজনে বিশেষ কমিশন বা টাস্কফোর্স করা যেতে পারে।
সরকারকে অগ্রহণযোগ্য ও বিতর্কিত এই উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান বামপন্থী এই নেতা।
এমএইচ/এএস
