আমরা না খেয়ে মরব না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে বিশ্বের যা অবস্থা তা চলতে থাকলে সবার কষ্ট হবে। আমরাও অনিশ্চয়তাই আছি। তবে না খেয়ে মরব না।
মঙ্গলবার (১১ অক্টোবর) একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন। রাজধানীর আগারগাঁয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা অনিশ্চয়তায় থাকলেও অর্থনীতিতে শক্তিশালী বড় বড় দেশের চেয়েও ভালো আছি। কারণ আমেরিকা ও যুক্তরাজ্যের মতো দেশে ১০ শতাংশ ছাড়িয়েছে মূল্যস্ফীতি। আমাদের দেশে তার নিচেই আছে, ৯.৫১ শতাংশ। আরও কমে যাবে। কারণ আমার এলাকায় রাস্তায় চলতে এক বয়স্ক চাচিরে জিগাইলাম চালের দাম কত। বলল বাবারে আগে পঞ্চাশে ছিল এখন চল্লিশে এসে গেছে। এ ছাড়া এক কোটি পরিবারকে প্রধানমন্ত্রী কম দামে খাদ্যের ব্যবস্থা করেছেন। অর্থাৎ দেশের ২৫ শতাংশ মানুষ কম দামে খাবার পেয়েছেন।
মন্ত্রী আরও বলেন, আমরা ছোট অর্থনীতির দেশ। কৃষিতে ভালো আছি। হাওড়ে আর কোনো বন্যা না হলে এবার আমাদের ভালো উৎপাদন হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব মামুন আল রশীদসহ পরিকল্পনা কমিশনের বিভিন্ন (সচিব) সদস্যরা।
জেডএ/আরএ/
