সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জার: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশেরর জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সোমবার (১০ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে দুই বাংলাদেশির নিহতের ঘটনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।
ড. মোমেন বলেন, ভারতের মতো একটি শক্তিশালী, উন্নত, পরিপক্ব গণতন্ত্রের দেশ যদি তাদের ফোর্স বিএসফ’কে নিয়ন্ত্রণে করতে না পারে তাহলে সেটি তাদের জন্য লজ্জাজনক। কারণ, সীমান্ত হত্যা শুন্যের কোটায় নামিয়ে আনতে দু’দেশের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ১৫ অক্টোবর ঢাকায় আসবেন। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আমি বিস্তারিত জানতে পারব।
আরইউ/এমএমএ/
