সেনাবাহিনীর নতুন ৬৩৫ সৈনিকের শপথ গ্রহণ

শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স, এসিসি এবং সিএমপি কোর এ আরও ৬৩৫ সৈনিক যোগদান করেছেন।
সোমবার (১০ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকার কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং চত্বরে শপথ গ্রহণ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
রিভিউইং অফিসার হিসাবে রিক্রুট ব্যাচ ২০২২ এর কুচকাওয়াজ পরিদর্শন করেন মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক।
এসময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মুনিরুজ্জামান এবং ট্রেনিং ব্যাটালিয়ননের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন বলেন, সৈনিক জীবনের প্রশিক্ষণ এখানেই শেষ নয়। নবীন সৈনিক হিসেবে তোমরা যে প্রশিক্ষণ নিয়েছ তা তোমাদের সৈনিক জীবনের শুরু মাত্র। এখন থেকে সৈনিক জীবনের জন্য প্রয়োজনীয় সব প্রশিক্ষণ অব্যাহত রাখবে। কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়নতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে। একই সঙ্গে দেশ গঠনের গুরুদায়িত্ব তোমাদেরকেই পালন করতে হবে। তোমাদের প্রতি উপদেশ, গর্বিত একজন সৈনিক হিসেবে তোমরা দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে নিজেকে আত্মনিয়োগ করবে।
তিনি বলেন, চরিত্র এক অমূল্য সম্পদ। প্রশিক্ষণের পাশাপাশি চরিত্র গঠনেও রিক্রুটদের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রশিক্ষণেই সৈনিকের সর্বোচ্চ কল্যাণ, সদা অনুকরণীয়, অনুসরণীয়।
নতুন সৈনিকদের মধ্যে ৪৫ জন নারী সৈনিক। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৬ জনকে পুরস্কার তুলে দেন মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন।
এসজি
