বুধবার, ১২ মার্চ ২০২৫ | ২৭ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির নতুন সভাপতি প্রিন্স, সম্পাদক মামুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স ও সাধারণ সম্পাদক আল মামুন নির্বাচিত হয়েছেন।

রবিবার (৯ অক্টোবর) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়াম প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্মের উপর আয়োজিত আলোচনা সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির আংশিক অংশ প্রকাশ করা হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (প্রশাসন) এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক এবিএম সুলতান আহমেদ, ঢাকা মহানগর কমাণ্ডার আমির হোসেন মোল্লা, সম্প্রীতি বাংলাদেশের সদস্য-সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল ও প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরন্নবী। নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

আলোচনা সভা শেষে প্রকাশিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে যে, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির নীতিমালার ধারা-২৪ অনুযায়ী সভা আহ্বান করা হয়। উক্ত সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির নীতিমালার ধারা-১৩ অনুযায়ী দীর্ঘদিন অনুপস্থিত, পারিবারিক ব্যস্ততা, শারীরিক অসুস্থতা ও সাংগঠনিক ভাবে নিষ্ক্রিয় থাকার কারণে সংগঠনের সভাপতি শেখ আতিকুর বাবু’র বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত ইতিমধ্যে গৃহীত হয়েছে।

সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে অনাস্থা সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি পূর্বের কমিটি ভেঙে দিয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটি নতুন ভাবে গঠন করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনের সভাপতির বিরুদ্ধে উক্ত অনাস্থা প্রস্তাব ও নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নিকট প্রেরণ করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিলের নেতৃবৃন্দের পরামর্শ ও অনুমতিক্রমে সাংগঠনিক গতিশীলতা নিশ্চিতকরণ ও সমগ্র বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ড, কেন্দ্রীয় কমিটির নীতিমালা ধারা-১৫ অনুয়ায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটিতে মাহবুবুল ইসলাম প্রিন্স কে সভাপতি ও আল মামুনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে নতুন ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। উক্ত নবগঠিত কেন্দ্রীয় কমিটি (আংশিক) দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম চলমান রাখবে। প্রয়োজনীয় যাচাই-বাছাই, যোগ্যতা ও সাংগঠনিক কর্মকাণ্ড বিবেচনাপূর্বক স্বল্প সময়ের মধ্যে নবগঠিত আংশিক কমিটির অন্যান্য শূন্য পদে বীর মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পদায়ন করা হবে।’

নবগঠিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির (আংশিক) নেতৃবৃন্দরা হচ্ছেন যথাক্রমে-সভাপতি মাহবুবুল ইসলাম প্রিন্স, সহ-সভাপতি মুহাম্মদ আরিফুজ্জামান নুরন্নবী, সহ-সভাপতি এম আইকে রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাহজাহান ইসলাম, সহ-সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আবু হানিফা, সহ-সভাপতি আশরাফুল ফাহাদ, সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক শের সম্রাট খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী মাহমুদ রেজা, সাংগঠনিক সম্পাদক এ এম রাসেল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সাথী আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হক সজীব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুফি মহমদ শেখ সুজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান রাজু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মমিনুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আসিবুর রহমান খান, সদস্য মনির হোসেন মোল্লা, সদস্য ফিরোজ আহমেদ সুজন।

এসএম/এমএমএ/

Header Ad
Header Ad

ঈদের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিদ্যা গ্রুপ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের প্রথম দশক পার হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ রোজার ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে।

বুধবার (১২ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, আরব আমিরাতে আগামী ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এর ফলে ৩১ মার্চ দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে পারে।

জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, চাঁদ দেখার বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে। আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যসহ আমিরাতে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হলে এবারের রমজান ৩০টি রোজা পূর্ণ হবে। এর আগে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে দেশটিতে রমজান মাস শুরু হয়।

খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান কার্যক্রম শুরু করবে। ওইদিন দেশটিতে ২৯তম রোজা পালিত হবে।

Header Ad
Header Ad

টাঙ্গাইলে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ, ১০ টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা

ছবি : ঢাকাপ্রকাশ

রমজান মাস উপলক্ষে টাঙ্গাইলের শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। সমাজের অবহেলিত ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য মাত্র ১০ টাকায় ইফতার সামগ্রী সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১২ মার্চ) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতারের মধ্যে রয়েছে খেজুর, মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপী ও এক বোতল খাবার পানি।

দরিদ্র মর্জিনা বেগম বলেন, “গরীব হওয়ায় ভালো ইফতার করতে পারি না। আজ ১০ টাকায় ইফতার কিনেছি। প্রতিদিন এমন আয়োজন করা উচিত।” শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক আসলাম মিয়া জানান, “আমি প্রতিদিন ঠিকমত ইফতার করতে পারি না। এত খাবার ১০ টাকায় পেয়ে খুব খুশি।”

 

ছবি : ঢাকাপ্রকাশ

সংগঠনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, “সুবিধাবঞ্চিত মানুষেরা যেন বিনা সংকোচে ১০ টাকায় ইফতার কিনতে পারেন, এজন্যই আমাদের এই উদ্যোগ। ইতোমধ্যে আমরা ইফতার বিক্রি শুরু করেছি। শহরের বিভিন্ন পয়েন্টে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও জানান, মাদ্রাসা, এতিমখানা, দুর্গম চর ও বস্তিতেও ইফতার আয়োজন করা হবে এবং ঈদের আগে দুস্থ পরিবারের মাঝে ঈদ বাজার বিতরণ করা হবে। সমাজের বিত্তবানদের এই মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Header Ad
Header Ad

হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার

ছবি: সংগৃহীত

সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়।

বুধবার (১১ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। এটি হজযাত্রীর পাসপোর্টের জন্মতারিখ অনুযায়ী গণনা করা হবে।

এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমেই কার্যকর থাকবে এবং হজযাত্রী নিবন্ধন, হজ এজেন্সি ও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে এটি মেনে চলতে হবে।

উপসচিব মামুন আল ফারুক বলেন, “সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হয়। ১৫ বছরের উপরে কেউ হজে যেতে চাইলে তাকে অবশ্যই প্রাক নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে এর নিচে বয়স হলে হজে যাওয়ার সুযোগ নেই।”

তবে, ১৫ বছর বয়সি নিবন্ধিত শিশু হজযাত্রী এবং প্রয়োজনে তাদের অভিভাবক হজযাত্রীর পরিবর্তে প্রাক-নিবন্ধিত হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ রাখা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ঈদের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিদ্যা গ্রুপ
টাঙ্গাইলে রমজানে ব্যতিক্রমী উদ্যোগ, ১০ টাকায় ইফতার পাচ্ছেন সুবিধাবঞ্চিতরা
হজযাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দিল সরকার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ
টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ধর্ষকের কুশপুত্তলিকা দাহ
নওগাঁয় আগামী শনিবার খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
অন্তর্বর্তী সরকারের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না: জিএম কাদের
মসজিদে তিন জনকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে রোজা না রাখায় প্রকাশ্যে কান ধরিয়ে ওঠ-বস, নেটিজেনদের ক্ষোভ
বিদেশ থাকা সত্ত্বেও কেন শেখ হাসিনার দেশত্যাগে নিষেধাজ্ঞা!
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎ স্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থী নিজামীপুত্র মোমেন, বাদ পড়লেন ডা. বাসেত
যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে ভাঙচুর, ভারত ও মোদিকে গালি!
শুক্রবার এক লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন ড. ইউনূস ও গুতেরেস
কুবি শিক্ষকের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত
লাকিকে গ্রেফতারসহ পাঁচ দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন
দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল
সারাদেশে বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা
আম্মার ভয়ে প্রেম করিনি, এখন আম্মাই বলে, তুমি খুঁজে আনো
টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ: ১ লাখ টাকায় সালিশের রায়, অভিযুক্ত গ্রেফতার