‘জঙ্গিবাদের পথটা ছিল ভুল পথ’

হঠাৎ সারাদেশ থেকে বাড়ি ছাড়া হয় ৫০ যুবক। তাদের গ্রেপ্তার করতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবশেষে বেশ কিছু যুবক ফিরে এসেছেন স্বাভাবিক জীবনে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিশ্রুতি দিয়েছেন জঙ্গিবাদের পথ খুব খারাপ, খুব ভয়ংকর। এই পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন।
জঙ্গিবাদের জড়িয়ে পড়া এক ব্যক্তি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসে বলেন, ‘আমার পরিবারের ভালোবাসার জোরেই জঙ্গিবাদ থেকে ফিরে এসেছি। জঙ্গিবাদের ভয়ংকর ভাষাটা ছিল পরিবার ছেড়ে হিজরত করা। হিজরতের এই কথাটা যখন আসে তখন থেকে এটা আমি মেনে নিতে পারছিলাম না। পরিবার ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছিল।’
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাড়ি ছাড়া কয়েকজন যুবককে ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এর মধ্যে অনেকে সুস্থ স্বাভাবিক পথে ফিরে এসেছে।
ভিকটিমের চারপাশে র্যাব সদস্য। সামনে গণ্যমাধ্যমের অসংখ্য মানুষ তাদের ছবি তুলতে ফটো সাংবাদিকরা ভিড় জমিয়েছে। জঙ্গিবাদে জড়াতে কেন ঘর ছেড়েছিলেন এমন সব প্রশ্ন নিয়ে অনেকেই তার মুখোমুখি।
বলছিলাম জঙ্গিবাদের পথ থেকে ভুল বুঝতে পেরে ফিরে আসা শারতাজ ইসলাম নিলয়ের কথা। নিলয় সবেমাত্র বিবাহ করেছেন। স্বাভাবিক জীবনে ফিরে এসেছে সে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব সেন্টারে নিলয় ও তার স্ত্রীর ফারিয়ার সঙ্গে কথা হয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে। নিলয় কীভাবে জঙ্গিবাদের জড়িয়ে পড়েন এবং জঙ্গিবাদের সার্বিক বিষয় নিয়ে বেশি কিছু তথ্য দেন।
এ সময় নিলয়ের পাশে ছিল তার সদ্য বিবাহিত স্ত্রী। স্বামীকে কাছে পেয়ে তার স্ত্রী অনেক মানুষের সামনেও নিলয়ের হাতটি ধরে রাখেন। বিবাহের পর স্বামীকে তেমন কাছে না পাওয়ায় এক বিরল ভালোবাসা ফুটে উঠে তাদের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, শারতাজ ইসলাম নিলয়ের স্ত্রী মোছা. ফারিয়া ইসলামকে নিলয় বলেন, ‘আমি তোমাকে অনেক ভালবাসি। একবার হারিয়েছি আর হারাতে চাই না। আমি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। তোমাদের আর ভয় নাই।’
নিলয় আরও বলেন, ‘আমার স্ত্রীর ভালবাসার জোরেই জঙ্গিবাদ থেকে ফিরে এসেছি। জঙ্গিবাদের ভাষা হিসেবে পরিবার ছেড়ে হিজরতের কথাটা যখন আসে, তখন থেকে এটা আমি মেনে নিতে পারিনি। ভুল শোধরানোর অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠেনি ‘
এ সময় তার স্ত্রী মোছা. ফারিয়া বলেন, ‘নিলয় সর্ম্পকে আমার ফুফাতো ভাই। চলতি বছরে ১ জুলাই বিয়ে হয় তাদের। বিয়ের আগে বা পরে জঙ্গিবাদ বিষয়ে কিছুই বুঝতে পারেননি। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে তার মধ্যে অস্বাভাবিক পরিবর্তন আসে। সব সময় অস্থির হয়ে থাকতেন নিলয়।’
তিনি বলেন, ‘নিলয় আজ ফিরে এসে আমার (স্ত্রী) হাত ধরে বলেছিল, জঙ্গীবাদ ভুল পথ, এমন ভুল আর হবে না। মা-বাবা এবং তোমাদের আমি খুব ভালবাসি।’
প্রসঙ্গত, র্যাবের বক্তব্য অনুযায়ী, জঙ্গিবাদে জড়িয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ গ্রেপ্তার সাত জনকে তারা গত বুধবার গ্রেপ্তার করে। গত ২৩ আগস্ট কুমিল্লা সদর এলাকা থেকে আট তরুণ নিখোঁজ হন। তাদের মধ্যে নিলয়ও ছিলেন। তিনি গত ১ সেপ্টেম্বর রাজধানীর কল্যাণপুরের বাড়িতে ফিরে আসেন। নিলয়কে তার পরিবারের হেফাজতে রেখে বাকি নিখোঁজ সাত জনসহ অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে র্যাব। এভাবেই তারা গত বৃহস্পতিবার সাতজনকে গ্রেপ্তার করে।
কেএম/এমএমএ/
