নির্বাচনের সময় পুলিশ ইসির নির্দেশে কাজ করে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী কাজ করে থাকে।
মঙ্গলবার (৪ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চৌধুরী এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পুলিশ সব সময় পেশাদারিত্বের সঙ্গে সব ধরনের দায়িত্ব পালন করে। নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালন করবে।
‘বিরোধীদলের রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাড়াবাড়ি করে’ বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, পুলিশ রাজনৈতিক কর্মসূচিগুলোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। পুলিশের এ বিষয়ে ট্রেনিং রয়েছে, প্রতি ক্ষেত্রে তা ফলো করা হয়।
কেএম/এসজি
