সেই ৫০ যুবককের কয়েকজন গোয়েন্দা হেফাজতে
জঙ্গি হামলা বা নাশকতা করার উদ্দেশে বাড়িছাড়া ৫০ যুবককের মধ্যে বেশ কয়েকজন গোয়েন্দা হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে গোয়েন্দা তথ্য মতে জানা যায়, ৫০ যুবক হামলার উদ্দেশে বাড়ি ছেড়েছেন। এরপর তাদের ধরতে মাঠে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ওই ৫০ জনের বেশ কয়েকজনকে আটক করে হেফাজতে নিয়েছে এবং আজ ও মো. শাফায়াত আল হোসাইন নামের এক শিক্ষার্থীকে আটক করেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) পুলিশের বেশ কয়েকটি বিশ্বস্ত গোয়েন্দা সূত্র ও অ্যান্টি টেররিজম ইউনিটের বেশ কয়েকজন কর্মকর্তারা ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, পূজামণ্ডপে নাশকতা বা হামলার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়া বেশ কিছু যুবক গোয়েন্দা হেফাজতে রয়েছে। একজনকে ময়মনসিংহ কোতোয়ালি থানার আরকে মিশন রোডের একটি বাসা হতে আটক করা হয়।
গোয়েন্দারা বলছেন, আটককৃত ব্যক্তির নাম- মো. শাফায়াত আল হোসাইন (২২)। সে একজন শিক্ষার্থী তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। অনেকেই গোয়েন্দা নজরে রয়েছেন এবং আটক আছে।
জানতে চাইলে পুলিশের গোয়েন্দা শাখা অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে বলেন, ইতোমধ্যে আমরা কয়েকজনকে গোয়েন্দা হেফাজতে ও নজরে রেখেছি। এর মধ্যে আজ একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তিনি ওই ৫০ জন যুবকের মধ্যে একজন হতে পারেন। তদন্ত চলছে পরে বিস্তারিত বলা যাবে।
এর আগে সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেন, হামলার উদ্দেশে বাড়িছাড়া ৫০ যুবককে মনিটরিং করা হচ্ছে। তাদের খোঁজ করা হচ্ছে। জঙ্গি বা নাশকতাকারীদের থেকে আমরা অনেক স্মার্ট। তাদের প্ল্যান পরিকল্পনা ধ্বংস করতে আমরা অভ্যস্ত। নাশকতা করা মানুষ অথবা জঙ্গিরা যতোই স্মার্টই হোক না কেন, র্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। জঙ্গিরা কোনো সফলতা পাবে না।
তিনি বলেন, যারা ঘর ছেড়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। এ বিষয়ে কাজ করছে র্যাব। সব কিছু বিবেচনায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারব বলে মনে হচ্ছে।
কেএম/এমএমএ/