বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৩ ঘণ্টা লাগবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ২-৩ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মঙ্গলবার (১০ অক্টোবর) এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ বিভাগ এরই মধ্যে কাজ শুরু করেছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘আমরা আশা করছি সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে রাজধানীসহ বিশাল এলাকায় একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিশাল এলাকায় বিদ্যুৎ নেই।
আরইউ/এমএমএ/
