রাজধানীসহ দেশের বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দেওয়ায় আজ মঙ্গলবার (৪ অক্টোবর) বেলা ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালনকারী সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সংশ্লিষ্টরা ঢাকাপ্রকাশ-এর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ কারণে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিশাল এলাকায় বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই।
গ্রিড বিপর্যয়ের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে পিজিসিবি। পিজিসিবি’র অব্যাহত চেষ্টায় টঙ্গি পর্যন্ত বিদ্যুৎ চলে এসেছে।
আরইউ/এমএমএ/
