দুদক দুর্নীতিবাজদের ছাড় দেয় না: কমিশনার জহুরুল

দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবাজদের ছাড় দেয় না, ভবিষ্যতেও দেবে না বলে মন্তব্য করেছেন সংস্থাটির কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।
কমিশনের ভবিষ্যৎ কর্মকৌশল প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেয়। এ অর্থ যেন যথাযথভাবে ব্যবহার হয়, সেদিকে নজর রাখবে দুদক। এ ক্ষেত্রে দুদকের কোনো গাফিলতি যেন না থাকে তা লক্ষ্য রাখা হবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
সম্মেলনে সক্ষমতা বাড়াতে দুদকের সাংগঠনিক কাঠামো বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
সম্মেলনে কমিশনার জানান, চলতি বছরের জুলাইয়ে দেশের আরও ১৩টি জেলায় কার্যালয় স্থাপন করতে যাচ্ছে কমিশন। এতে জনগণ আরও সহজে দুর্নীতির অভিযোগ দিতে পারবেন এবং দুর্নীতিবাজদের মনে ভীতির সঞ্চার হবে।
সম্মেলনে জানান হয়, বর্তমান ২২টির সঙ্গে নতুনগুলো যুক্ত হলে মোট ৩৬ জেলায় সমন্বিত জেলা কার্যালয় হবে সংস্থার। এতে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও সম্প্রসারিত ও জোরদার হবে।
এদিকে দুদকের এক বিজ্ঞপ্তিতে জানান হয়, তৃণমূল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে পরিসর বিস্তার করছে দুদক।
এরইমধ্যে কক্সবাজার ও বান্দরবান জেলাকে নিয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার যাত্রা শুরু করেছে। কমিশনার জহুরুল হক গত রবিবার কক্সবাজারে এ কার্যালয়ের উদ্বোধন করেন।
এমএ/এমএমএ/
