যে হারে সংক্রমণ বাড়ছে তা আশঙ্কাজনক : স্বাস্থ্যমন্ত্রী
দোকান রাত ৮টা পর্যন্ত, বাস চলবে অর্ধেক যাত্রী নিয়ে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আবার নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার। দোকান খোলার সময়সীমা দুই ঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে। রাত ১০টার পরিবর্তে এখন থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকবে। দোকানে মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না। গেলে দোকান মালিক এবং ক্রেতা সবার জরিমানা করা হবে। বাস চলবে অর্ধেক যাত্রী নিয়ে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের রোগী আমাদের দেশেও পাওয়া গেছে। সপ্তাহখানেক ধরে রোগী বাড়ছে করোনাভাইরাসের। সংক্রমণ যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক। এখন দেশের সবাইকে সচেতন থাকতে হবে।’
মন্ত্রী বলেন, 'অমিক্রন মোকাবিলায় আমরা কিছু বিষয় সুপারিশ করেছি। সেগুলো হলো—মাস্ক ছাড়া কেউ যানবাহনে চলাচল করলে জরিমানা করা হবে, যানবাহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাব দেওয়া হয়েছে, মাস্ক পরে রেস্টুরেন্ট ও হোটেলে খেতে যেতে হবে, দোকানের সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে।'
পিকনিক, বনভোজন, ওয়াজ মাহফিল, মসজিদে নামাযে যাওয়াসহ এই ধরনের সামাজিক অনুষ্ঠানও সীমিত করার চিন্তাভাবনা চলছে বলে তিনি জানান।
জাহিদ মালেক বলেন, ‘লকডাউনের চিন্তা এখনও করছে না সরকার। তবে সংক্রমণ বেড়ে গেলে তখন সেটা নিয়ে চিন্তা করা হবে।’
সারাদেশে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে, সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে সোমবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষ স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছিলেন, ১৫ দিনের জন্য কিছু অনুসরণীয় বিষয় জারি করতে যাচ্ছে সরকার। একদিনের মাথায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বিধিনিষেধ জারির সময় সাত দিনে নামিয়ে আনার কথা জানালেন তিনি। শিগগির এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
এপি/