মুজিববর্ষে ভিয়েনায় স্মারক ডাকটিকিট উন্মোচন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দুটি স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসঙ্গে ডাকটিকিট দুটি উন্মোচন করেন।
এ সময় সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন, ‘অস্ট্রিয়া প্রথম ইউরোপীয় দেশগুলোর মধ্যে একটি, যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয়।’
অনুষ্ঠানে বাংলাদেশকে দেওয়া অস্ট্রিয়ার উপহার ৯ লাখ ৫৬ হাজার ৫৫০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণ করেন।
আরইউ/এসএ/