লঞ্চে অগ্নিদগ্ধদের মধ্যে এক শিশুর মৃত্যু
ঝালকাঠির লঞ্চে আগুনের ঘটনায় তামিম (৮) নামের দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭।
রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ওই শিশুর মৃত্যু হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানান, দগ্ধ তামিম নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিল। তার শরীরের ৩০ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নলছিটি অতিক্রম করে ঝালকাঠি টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনরুমে আগুন লাগে। মুহূর্তেই এ আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়লে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
এনএইচ/এমএমএ/