শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত

একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু নির্বাচিত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) বিকাল ৫ টায় সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চলতি ১৯তম অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোয়ন দেন। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন প্রক্রিয়ার বিষয়টি তিনি উত্থাপন করেন।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর শপথ আজ
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর নাম পাওয়া গেছে। নিয়মানুযায়ী ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী। তার প্রস্তাব সমর্থন করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আরও পড়ুন: শামসুল হক টুকুই ডেপুটি স্পিকার
এসময় সংসদ সদস্য কামরুল ইসলাম প্রস্তাবটি সমর্থন করলে কণ্ঠভোটে শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত বলে ঘোষণা দেন স্পিকার। আজ সন্ধ্যা ৭ টায় জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আরও পড়ুন: শামসুল হক টুকুই কি ডেপুটি স্পিকার?
উল্লেখ্য, শনিবার (২৭ আগস্ট) ঢাকাপ্রকাশ-এ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, শামসুল হক টুকুই হচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার।
এসএম/এনএইচবি/এসজি
