ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর শপথ আজ

ঢাকাপ্রকাশ-এর রিপোর্টই সত্যি হয়েছে। জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন শামসুল হক টুকু।
রবিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের চেম্বারে রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।
শনিবার (২৭ আগস্ট) ঢাকাপ্রকাশ-এ রিপোর্ট হয়েছিল— পাবনা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ডেপুটি স্পিকারের আসনে বসছেন। ডেপুটি স্পিকার কে হচ্ছেন— তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টুকুই এই আসনটিতে বসছেন।
আরও পড়ুন: শামসুল হক টুকুই ডেপুটি স্পিকার
আজ রবিবার বিকালে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরুর পর পরই নিয়মানুযায়ী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশন শুরুর পর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য বিষয়টি সংসদে উত্থাপন করবেন। এরপর সংসদের প্রধান হুইপ ডেপুটি স্পিকারের জন্য একজনের নাম প্রস্তাব করবেন। আরেকজন সেই প্রস্তাব সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠভোটে হাউসে ছাড়বেন। প্রস্তাবটি পাস হলে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
তবে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম চূড়ান্ত করে একটি নথি তৈরি করা হয়েছে। শপথ বাক্য পাঠ করানোর জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি। অর্থাৎ সংসদ অধিবেশন শুরুর পর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
আরও পড়ুন: শামসুল হক টুকুই কি ডেপুটি স্পিকার?
শামসুল হক টুকু পাবনা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তিনি ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর থেকেই নতুন ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়। অনেকের নাম আলোচনায় থাকলেও দৌড়ে এগিয়ে ছিলেন শামসুল হক টুকু। শেষ পর্যন্ত তিনিই বসতে যাচ্ছেন ডেপুটি স্পিকারের আসনে।
এসএম/এনএইচবি/আরএ/
