জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পরদিন শনিবার (১ জানুয়ারি) পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান এবং বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।
এদিকে একই দিন সকালে রাজধানীতে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগের দিন গত ৩০ ডিসেম্বর প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সরকার।
ঢাকা জজ কোর্টে ১৯৮১ সালে আইন পেশায় যোগ দেন হাসান ফয়েজ সিদ্দিকী। এক বছর পর ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।
এরপর ২০০৯ সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালের ২৮ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি।
এমএ/এসআইএইচ