মার্কিন সামরিক অনুদানের সম্মতিপত্র পাঠাতে আরও সময় চায় সরকার
ছবি : সংগৃহীত
সামরিক খাতে মার্কিন অনুদানের হিসাব দেওয়া সংক্রান্ত সম্মতিপত্র পাঠাতে আরও সময় চায় সরকার। বিগত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্মতিপত্র পাঠানোর বাধ্যবাধকতা থাকলেও তা সম্ভব হয়নি।
গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সম্মতিপত্র নিয়ে যাচাইবাছাই করা হয় ওই সভায়।
সভা শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছিলেন, নিজেদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই বিষয়গুলো সম্মতিপত্রে থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সম্মতিপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি পাঠানোর আগে সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে অনুমোদন নিতে হবে।
গত ১ ডিসেম্বর সামরিক অনুদান নিতে গেলে বাংলাদেশকে ব্যয়ের হিসাব দিতে হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।
১৫ ডিসেম্বরের মধ্যে সম্মতিপত্র পাঠাতে বলা হয় যুক্তরাষ্ট্রের চিঠিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও ১৫ দিন সময় চেয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠাবে বলে যুক্তরাষ্ট্রকে জানায়। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যেও সম্মতিপত্র পাঠানো সম্ভব হয়নি।
আরইউ/টিটি