সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

‘জনস্বার্থবিরোধী’ কিছু হলে সিইসি পদত্যাগ করবেন, আশা জাফরুল্লাহর

জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পদত্যাগ করবেন বলে আশা প্রকাশ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২৪ জুলাই) সিইসির সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন। ভাসানী অনুসারী পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে জাফরউল্লাহ চৌধুরী রাজনৈতিক দল নিবন্ধনের দাবি নিয়ে আগারগাঁও নির্বাচন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সঙ্গে এক ঘন্টাব্যাপী ইভিএম সমস্যাসহ নানা বিষয়ে আলোচনা করেন ইসি। নির্বাচনে দলের নিবন্ধনের সময়সীমা বাড়ানো ও শর্তাবলী শিথিলের একটি লিখিত আবেদন করে ভাসানী অনুসারী পরিষদ।

জাফরুল্লাহ বলেন, ‘আমার কাছে মনে হল এখনও তারা (সিইসি ও চার নির্বাচন কমিশনার) শুনতে চান। আউয়াল সাহেবের একটা গুণ হলো উনিতো জজ ছিলেন, অপর পক্ষের বক্তব্য শুনতে চান।’

জাফরুল্লাহ আরও বলেন, ‘আমি এখনও আশাপ্রদ যে, আমি আশাহত হব না, উনি নিশ্চয় সফল হবেন। শক্ত থাকবেন। আমি মনে করি, জনস্বার্থবিরোধী কিছু হলে মেরুদণ্ড শক্ত রেখে উনি পদত্যাগ করবেন।’

তিনি বলেন, ‘কমিশন খুব কঠিন অবস্থার মধ্যে চলছে। সরকারের উচিত হবে কিছুটা গিভ অ্যান্ড টেক করে সুষ্ঠু নির্বাচন করা। এটা করতে হলে আগ বাড়িয়ে কথা বলা বন্ধ করতে হবে। আজকেও হানিফ (আওয়ামী লীগ নেতা) বলেছেন, ‘দেড়শোটাতে নয়, তিনশো আসনেই ইভিএম চাই।’ উনাদের জন্য ভালো হবে চুপ করে থাকা। এখন ইভিএমের কারণে যদি নির্বাচনটাই বন্ধ হয়ে যায়, ইলেকশনটা যদি বয়কট হয়, তাহলে এটা জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হবে।’

এক প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সবাইকে নির্বাচনে নেওয়া ইসির মূল দায়িত্ব। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভুল হয়েছে। এমন কিছু করবেন না, যাতে নির্বাচনই না হয়। এজন্য আমার প্রস্তাব হলো ১৫০টির পরিবরর্তে ৩শ’ আসনের ৫টি করে কেন্দ্রে ব্যবহার করার।’

তিনি বলেন, না ভোটের কথা প্রবর্তনের কথা বলেছি। না ভোটের ব্যাপারে মত আছে। ইভিএম নিয়ে হটকারিতা করতে না করেছি। বলেছি, আপনাদের ওপর ধীরে ধীরে আস্থা বেড়েছে। সেই সুনামটা অক্ষুণ্ন রাখার চেষ্টা করেন। সিইসি বলেছেন, ‘আমরা ভেবে দেখি কী কী করা যায়।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিসহ অন্য দল যদি ইভিএমের কারণে (নির্বাচন) বয়কট করে, দায়টা ইসির ঘাড়ে চাপবে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। সরকার যেমন দায়ী হবে, ইসিও তেমনই দায়ী হবে। আমার কাছে মনে হয়েছে, উনারা যে শতভাগ একমত হয়েছেন তা না। উনারা সরকারের চাপে আছেন, উনারা ভাবছেন।’

জাফরুল্লাহ বলেন, ‘ইভিএম আরেকটা ভোটের চক্রান্ত। কেন দায়িত্বটা আপনি নেবেন? সেজন্য বলেছি উল্টা কাজ করতে পারেন কিনা। দেড়শোটাতেই না করে তিনশোটাতেই ৫টা করে কেন্দ্রে হবে। তাহলে আমরা দেখতে পারবো, জানতে পারবো। আমাদের জন্য দরকার সুষ্ঠু নির্বাচন, শেখ হাসিনার জন্যও দরকার। গণতন্ত্র না হলে দেশে যে কিছু ভুল সিদ্ধান্ত চলছে, এই ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত খোলা, এটা পাগলামি ছাড়া কী হতে পারে! এতে কয়টা বাতি জ্বলবে বা ইয়ে… হবে।’

তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে প্রতারণার যথেষ্ট সম্ভাবনা আছে। সেজন্য গ্রহণ করা যাবে না।’

জাফরুল্লাহ বলেন, ‘গণসংহতি আন্দোলনের নিবন্ধন দিতে জোনায়েদ সাকীর পক্ষে হাইকোর্ট রায় দিয়েছেন। এই বিষয়ে সিইসিকে বলেছি, আপনি এটা শেষ (নিবন্ধন) করে দেন। তাহলে লোকে আপনাকে ভুল বুঝবে না।’

সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সিনিয়র যুগ্ম যুগ্ম আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক ড. সেলিম, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ঈসমাইল, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদের আহ্বায়ক সৈয়দ হারুন অর রশীদ , সাধারণ সম্পাদক সোনার বাংলা পার্টি, রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আবদুল মোনেম।

এমএইচ/এএস

Header Ad
Header Ad

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ছবি : ঢাকাপ্রকাশ

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ মার্চ) সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লা ইউনিয়নের কামাক্ষার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাংগাছেও গ্রামের আয়নাল হকের ছেলে মোটরসাইকেল চালক রাসেল রানা (২৫) ও সাইফুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী বকুল সরকার (১৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহতরা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিরাজগঞ্জ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিসধ্যে মহাসড়কের সল্লা কামাক্ষামোড় এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Header Ad
Header Ad

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু

বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সে আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে, এটিই বাস্তবতা।

তিনি বলেন, দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন। বিএনপির পক্ষ থেকে বলে যাচ্ছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হাবিবুল হক খান বেনুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে।

সম্প্রতি শিশু আছিয়ার যৌন নিগ্রহের (ধর্ষণের) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

এ সময় হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক নুরুল ইসলাম ভিপি সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, তাঁতী দলের শাহআলম প্রমুখ।

Header Ad
Header Ad

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা তৈরি করেছিল। সর্বশেষ বিসিবি সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল, যেখানে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে তার নাম ছাড়া। এর মানে হচ্ছে, রিয়াদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে এবং মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না।

 

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মুশফিকুর রহিমের নাম ছিল প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি তালিকায়। মুশফিক যেহেতু আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তাই তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে চুক্তিতে রাখা হবে। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ও মাহমুদউল্লাহ অংশ নিয়েছিলেন। মুশফিকের পারফরম্যান্স ছিল ভাল না, আর রিয়াদও এক ম্যাচ খেলে ব্যর্থ হয়েছিলেন। এই আসর থেকেই তাদের বিদায় নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও, রিয়াদ এখনও কোন ঘোষণা দেননি। তবে জানা গেছে, তিনি টেস্ট এবং টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও ছাড়তে চান, এবং বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে সমর্থন রয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

বাড়ি ফেরার পথে টাঙ্গাইলে গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান