সোমবার, ১০ মার্চ ২০২৫ | ২৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

কম সিসির গাড়ি ব্যবহারের আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

জ্বালানি সাশ্রয়ে কম সিসির গাড়ী ব্যবহারের পরামর্শ দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘যে গাড়িতে বেশি জ্বালানি লাগে সে ধরনের গাড়ি ব্যবহার না করে কম জ্বালানি লাগে এমন গাড়ি ব্যবহার করতে পারলে আমাদের জ্বালানি সাশ্রয়ী হবে। এই ভালো প্র্যাকটিস যদি একবার করতে পারি তাহলে পরিবেশ দূষণ হবে না।’

বুধবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সচিবালয় বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালয়নায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমনসহ অন্যান্য নেতারা।

প্রতিমন্ত্রী বলেন, গাড়ি ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে। যাদের একাধিক গাড়ি রয়েছে তাদের একটি গাড়ি ব্যবহারের জন্য বলা হয়েছে। তা ছাড়া বিভিন্ন প্রজেক্টের গাড়ি জমা দিতে নির্দেশনা দেওয়া আছে। এ বিষয়ে আগের চাইতে এখন বেশি মনিটরিং হচ্ছে। এজন্য তিনি সকলের সহযোগিতা চান।

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালয়নায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির উপ-ব্যবস্হাপনা পরিচালক (ডিএমডি) শাহাদাত হোসেন সোহাগ, বিএসআরএফ এর অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমনসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের জন্য গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির সঙ্গে এই চুক্তির আওতায় বিএসআরএফ সদস্যরা আর্থিক সুবিধার আওতায় আসবেন।

চুক্তিতে সাক্ষর করেন।চুক্তির আওতায় বিএসআরএফ সদস্যরা গ্রুপ বীমার সুবিধা পাবেন। সংগঠনের অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সকাল ৮ থেকে সরকারি অফিস শুরুর সিদ্ধান্ত হয়েছে। প্রথম দিনে স্বত:স্ফুর্তভাবে সরকারি কর্মকর্তা কর্মচারিরা অফিসে এসেছেন। আমরা এই পদ্ধতিটা পর্যবেক্ষণ করছি। যখন অবস্থার উন্নতি হবে তখন আবার অফিস সূচি সমন্বয় করা হবে।

তিনি আরো বলেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। তবে এটি স্থায়ী কোন সময়সূচি না। নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে বলে মনে করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বলেছি আপাতত এটা করেছি পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে। তবে এটি স্থায়ী কোনো সময়সূচি না।

তিনি বলেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ সাশ্রয় হবে। এখন দিনের সময়টা অনেক বড়। আমরা আলোটা পাচ্ছি অনেক আগে, সেক্ষেত্রে আমরা লাইটটাকে ব্যবহার করতে চাই। আপাতত আমাদের সেচ ব্যবস্থার ক্ষেত্রেও এটি লাগবে। এটা পরে আবার আমরা সমন্বয় করব।

এসএম/এমএমএ/

Header Ad
Header Ad

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু

বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সে আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে, এটিই বাস্তবতা।

তিনি বলেন, দেশের নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন। বিএনপির পক্ষ থেকে বলে যাচ্ছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি চলতে থাকবে।

সোমবার (১০ মার্চ) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার হাবিবুল হক খান বেনুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বললেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে।

সম্প্রতি শিশু আছিয়ার যৌন নিগ্রহের (ধর্ষণের) ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।

এ সময় হাবিবুল হক খান বেনু স্মৃতি সংসদের সভাপতি মাহমুদুল হক সানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক নুরুল ইসলাম ভিপি সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, বিএনপি নেতা সাদেকুল আলম খোকা, আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, তাঁতী দলের শাহআলম প্রমুখ।

Header Ad
Header Ad

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি’কে তিনি অনুরোধ করেছেন, কোন ফরম্যাটে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখার জন্য। বিসিবি সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বিসিবি ২২ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা তৈরি করেছিল। সর্বশেষ বিসিবি সভায় ওই কেন্দ্রীয় চুক্তি পাশ হওয়ার কথা ছিল, যেখানে ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে তিনি নাম প্রত্যাহার করে নেওয়ায় বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করবে তার নাম ছাড়া। এর মানে হচ্ছে, রিয়াদের সাথে বিসিবির কেন্দ্রীয় চুক্তির শর্ত গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে এবং মার্চ থেকে তিনি কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটার থাকবেন না।

 

ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও মুশফিকুর রহিমের নাম ছিল প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তি তালিকায়। মুশফিক যেহেতু আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, তাই তাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে চুক্তিতে রাখা হবে। প্রস্তাবিত তালিকায় মুশফিক ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু তাকে নামিয়ে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হতে পারে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক ও মাহমুদউল্লাহ অংশ নিয়েছিলেন। মুশফিকের পারফরম্যান্স ছিল ভাল না, আর রিয়াদও এক ম্যাচ খেলে ব্যর্থ হয়েছিলেন। এই আসর থেকেই তাদের বিদায় নেওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও, রিয়াদ এখনও কোন ঘোষণা দেননি। তবে জানা গেছে, তিনি টেস্ট এবং টি-২০’র মতো ওয়ানডে ফরম্যাটও ছাড়তে চান, এবং বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে সমর্থন রয়েছে।

Header Ad
Header Ad

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি

ট্রফি হাতে বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ব্যাট হাতে অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা এবং তরুণ শুভমন গিল, শ্রেয়াস আইয়াররা ভালো ক্রিকেট খেলেছেন। আবার বল হাতে মোহাম্মদ শামির সঙ্গে ভালো করেছেন বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা।

বর্তমানে ভারতীয় দল বিশ্বের অন্যতম সেরা দল, এমনটা বলার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। ঘরের মাঠে কিংবা বিদেশে, ভারতীয় দলের দাপট অতুলনীয়। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে তরুণরা, যেমন শুভমন গিল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, অসাধারণ পারফরম্যান্স দিয়ে দলকে শক্তিশালী করেছে। বোলিং বিভাগে মোহাম্মদ শামি একদম ভরসাযোগ্য।

দুবাইয়ের কন্ডিশনে ভারতের পাঁচজন স্পিনার নিয়ে গড়া স্কোয়াড বেশ ভালো কাজ করেছে, যা তাদের জয় নিশ্চিত করেছে।

ভারতীয় দলের এমন ফর্ম এবং উত্থান দেখে বিরাট কোহলি বেশ আশাবাদী। ক্যারিয়ারের শেষভাগে থাকা এই তারকা মনে করেন, ভারতীয় দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। ফাইনাল শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি চাইব, যখন আমি চলে যাব, তখন দলকে শক্তিশালী অবস্থানে রেখে যেতে। আমাদের দল আগামী ৮ বছর বিশ্ব ক্রিকেটে রাজত্ব করার মতো সক্ষম।"

কোহলি বলেন, "এটা ছিল দারুণ। অস্ট্রেলিয়া সফরের কঠিন পর্ব শেষ করার পর আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়াতে। আমরা বড় টুর্নামেন্ট জিততে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত তা অর্জন করেছি। আমাদের ড্রেসিংরুমে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছেন, যারা ম্যাচের পরিস্থিতি বদলে দিতে সক্ষম। আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরে খুব খুশি। অভিজ্ঞতা বিনিময় করেই ভারতীয় দলকে এতটা শক্তিশালী বানানো সম্ভব হয়েছে।"

তিনি আরও যোগ করেন, "শিরোপার জন্য খেলতে চাইবেন সবাই, চাপের মধ্যে খেলতে এবং দায়িত্ব নিতে। এই টুর্নামেন্টে দলের প্রত্যেকে এক সময় দায়িত্ব নিয়ে খেলেছে এবং অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। আমরা এক দারুণ দলের অংশ ছিলাম। অনুশীলনে যেমন কাজ করেছি, ঠিক তেমনি মাঠে ফল পেলাম।"

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

নির্বাচন বিলম্বিত করার চেষ্টা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা: টুকু
বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার রিয়াদের
আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে প্রস্তুত ভারত: কোহলি
এনআইডিতে ডাকনাম-একাধিক স্ত্রীর নাম যুক্তের নীতিগত সিদ্ধান্ত
হাতের ইশারায় পলকের সালাম, বললেন মুখ খুললেই বাড়ে মামলা
দলীয় নেতাকে খুনের অভিযোগে চুয়াডাঙ্গায় বিএনপির তিন নেতা বহিষ্কার
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী
কাফির বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার
এবার ঈদের আগে বাজারে আসছে না নতুন নোট
ছাত্র আন্দোলনে গুলি করা আওয়ামী লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
যে প্রক্রিয়ায় কোটি টাকা কেজিতে রপ্তানি হচ্ছে মাছ! (ভিডিও)
ওমরাহ পালন করে দলের ঐক্য দৃঢ় করল জাতীয় ফুটবল দল
হাসিনা ও পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার খোঁজ
জুলাই আন্দোলনে জড়িয়ে পড়া নিয়ে জাতিসংঘ থেকে বার্তা পায়নি সেনাবাহিনী: আইএসপিআর
আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা
“ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে”
ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন বান্ধবী নিয়ে দুবাইতে চাহাল! কে এই সুন্দরী?
পাচার করা টাকা ফেরাতে দ্রুত বিশেষ আইন করা হবে : প্রেস সচিব
বাবা হারালেন অভিনেত্রী রুনা খান
ধর্ষণের বিচার দাবিতে কুবি ছাত্রদলের মানববন্ধন