নতুন সূচিতে অফিস

নতুন করে নির্ধারণ করা সময়ে সরকারি-আধা সরকারি সব অফিসের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) সকাল ৮টার আগেই সচিবালয়ে কর্ম চঞ্চলতা শুরু হয়। ঠিক ৮টার মধ্যে অধিকাংশ অফিস খুলে দিনের কার্যক্রম শুরু করতে দেখা যায় কর্মকর্তা-কর্মচারীদের।
তবে আগের মতো খুব বেশি একটা ভিড় দেখা যায়নি। সচিবালয়ে ঢুকতে প্রবেশ পথেই যেভাবে গাড়ির জটলা লেগে থাকত বুধবার সেভাবে জট দেখা যায়নি।
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে, প্রতিটি অফিসেই কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হয়েছেন। নতুন অফিস সূচিতে খুশি খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ভালোই লাগছে সকাল সকাল অফিস চলে এসেছি। সকালে অফিসে আসার সুবিধা হচ্ছে পথে খুব বেশি একটা গরমে পড়তে হয় না। তা ছাড়া সকাল সকাল কাজ শেষ করে বাসায় ফিরতে পারব। পরিবারকে বেশি সময় দিতে পারব।
এদিকে সকালে অফিস টাইম হওয়ায় অন্য দিনের তুলনায় বুধবার সকাল সকাল রাস্তায় গাড়ির চাপ বেড়েছে। প্রতিটি সড়কেই তীব্র যানজট। রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে আসাদগেট পর্যন্ত পুরো এলাকা যানজটে স্থবির হয়ে পড়েছিল।
এসএম/এসএন
